করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য এবার বিশেষ টুল নিয়ে এলো রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। হাসপাতালে যে পরিমাণ মানুষের ভীড় সেই পরিস্থিতিতে মানুষকে সচেতন করার জন্যই এটি চালু করা হয়েছে বলে জানা গেছে। এই টুলটির নাম মাই জিও করোনাভাইরাস টুল।
যেটি পাওয়া যাবে মাই জিও অ্যাপ এবং জিও.কম অফিশিয়াল ওয়েবসাইটে। এখানে এমন এক সুবিধা পাওয়া যাবে যেখানে থাকবে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা করার সুযোগ। ফলে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়বে অনেক সহজেই, এমনটাই দাবী করছে জিও কর্তৃপক্ষ। যদিও এখন শুধুমাত্র ইংরেজি ভাষাতেই এই সুবিধা পাওয়া যাচ্ছে তবে খুব তাড়াতাড়ি হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও এটি উপলব্ধ হবে।
এর মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে গ্রাহকেরা জানতে পারবেন তাদের কোনো শারীরিক ব্যবস্থা নিতে হবে কিনা। ফলে মানুষের আতঙ্ক অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এর জন্য মাইজিও অ্যাপটি ডাউনলোড করতে হবে গ্রাহকদের। উল্লেখযোগ্য ব্যাপার হলো জিও গ্রাহকেরা ছাড়াও ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল গ্রাহকেরাও মাই জিও অ্যাপটি ডাউনলোড করে এই টুলের সুবিধা উপভোগ করতে পারবেন।