‘করোনা নিয়ন্ত্রণে সফল হবে ভারত’, সব ধরনের সাহায্য করতে প্রস্তুত চীন
বুধবার কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে চীন। একইসঙ্গে ভারতে এই মহামারীটির নিয়ন্ত্রণে ভারতকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে তারা। নয়াদিল্লিতে চীনা দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে মুখপাত্র জি রং জানিয়েছেন, ‘চীনা সংস্থাগুলি ভারতকে অনুদান দিতে শুরু করেছে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটা সম্ভব সমর্থন ও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে সাড়া পাওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, চীন ও ভারত যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে এবং কঠিন সময়েও এই মহামারী মোকাবিলায় একে অপরকে সমর্থন করেছে।
করোনা ভাইরাস প্রভাবে চীনে এ পর্যন্ত ৩২০০ জনেরও বেশি লোক মারা গেছেন এবং প্রায় ৮১ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। করোনা ভাইরাস-আক্রান্ত উইহান শহরে মাস্ক, গ্লাভস ও অন্যান্য জরুরি সরঞ্জামের জন্যে ভারত প্রায় ১৫ টন চিকিৎসা সংক্রান্ত সামগ্রী পাঠিয়েছে। তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে চীনকে চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। ভারতীয় জনগণ বিভিন্ন উপায়ে এই মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইকে সমর্থন করেছে। আমরা তার জন্য প্রশংসা ও ধন্যবাদ প্রকাশ করি।’
তিনি এদিন আরও বলেন, চীনে মহামারী শুরু হওয়ার পর থেকেই মহামারী প্রতিরোধ, নিয়ন্ত্রণ, রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত অভিজ্ঞতা গোটা বিশ্বের সঙ্গে যথাসময়ে ভাগ করে নিয়েছে। সম্প্রতি, চীন ভারত সহ ১৯ টি ইউরোশীয় এবং দক্ষিণ এশিয়ার দেশকে চীনের অভিজ্ঞতার বিষয়ে একটি অনলাইন ভিডিও কনফারেন্স করেছে, যার মাধ্যমে এই মহামারী সম্পর্কে সবাই সচেতন হতে পারবে বলে জানিয়েছেন এই চীনা মুখপাত্র।