শুধু বয়স্ক মানুষের নয়, করোনার সংক্রমণ কম বয়সীদের ক্ষেত্রেও হয়েছে। বৃহস্পতিবার বিহারের পাটনার নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক ২০ বছরের তরুনের শরীরে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তরুনের কোনো বিদেশ সফরের ঘটনা নেই। এই নিয়ে বিহারে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭-এ।
বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। আজ নতুন করে ৮৮ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ১৬ জনের। যার মধ্যে ২ জন বিদেশি নাগরিক ও ছিলেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। আগে মহারাষ্ট্র শীর্ষে ছিল তবে এখন কেরলে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের গরিব সাধারণ মানুষদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যেখানে গরিব কৃষক, শ্রমিক, বিধবা, বয়স্ক নাগরিকদের জন্য নানা রকমের আর্থিক সুযোগ সুবিধার ঘোষণা করেছেন। এছাড়া করোনার জন্য কর্মরত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফদের জন্য ৫০ লক্ষ টাকার বীমার ঘোষণা করেছেন।