লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। করোনা ভাইরাসের মারণ থাবাতে আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে তার জন্য গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে ঘোষণা করেন আগামী ২১ দিন লক ডাউন জারি থাকবে। একইরকম ভাবে পশ্চিমবঙ্গেও চলছে লক ডাউন। বন্ধ যান চলাচল। রাস্তাঘাট জনশূন্য। এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়িয়ে পড়লেন পথে। করোনার ভয়ে মানুষ ঘর ছেড়ে না বেরোলেও মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন দেখভালের জন্য। বারবার রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন তিনি থাকতে কেউ না খেয়ে থাকবে না। খাবার পৌঁছে যাবে ঠিক।
গত বৃহস্পতিবার তিনি যান বড়বাজারের পোস্তা বাজারে। এদিন নবান্ন থেকে বৈঠক শেষ করার পর তিনি পৌঁছোন আলিপুর, সেখানে রিকশাওয়ালাদের হাতে খাবার তুলে দেন। এরপর তিনি যান কালীঘাটে। সেখানে প্রশাসনের ব্যবস্থায় নাইট শেল্টারে রয়েছেন বহু ভবঘুরে মানুষ। তাদের খাবার তুলে দেন মমতা। সবশেষে তিনি যান জানবাজারে। সেখানে সমস্ত খুচরো বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ সম্পর্কেও অবগত করান। মানুষের মধ্যে কতটা দুরত্ব রাখতে হবে তা তিনি নির্দেশ করে দেন।
মমতার এমন পথে নামা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুর চড়ালেও অধিকাংশ মানুষ মনে করছেন, মুখ্যমন্ত্রীর পথে নামা খুব কাজে লাগছে।