কেমন দেখতে করোনার জীবাণুকে, আইসিএমআর প্রকাশ করল ভারতের প্রথম আক্রান্তের শরীরে থাকা জীবাণুর ছবি।
কেরলের বাসিন্দা, প্রথম ভারতীয় যে করোনায় আক্রান্ত, মেডিক্যাল পড়ুয়া ছিল চিনের উহানে।
গত ৩০ জানুয়ারি তার রিপোর্টে করোনা পজিটিভ আসে৷ পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির পরীক্ষাগারে ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ইমেজিং পদ্ধতিতে তাঁর লালা রস পরীক্ষা করে ওই পড়ুয়া Covid-19 আক্রান্ত হন বলে জানা যায়, যদিও চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা গেছে।
এবার সেই জীবাণুর ছবি প্রকাশ্যে আনলো ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ। বিশেষজ্ঞরা এর সঙ্গে মিল পাচ্ছেন মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস বা মেরস-চভ যা ছড়িয়েছিল ২০১২ সালে এবং সেভেয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা Sars-CoV যা ছড়িয়েছিল ২০০২ সালে।
ভারতের প্রথম আক্রান্ত কেরলের ওই তরুণীর শরীরে পাওয়া করোনার জীবাণু এবং উহানে করোনা ভাইরাসের যে জীবাণু তার সাথে অনেক সাদৃশ্য পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিশেষজ্ঞরা৷