গতকাল আরবিআই করোনা ভাইরাসের জন্যে লকডাউনের ফলে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা কাটিয়ে ওঠার জন্য রেপো রেট কমানোর কথা ঘোষণা করেছিল। ৫.১৫% থেকে রেপো রেট কমিয়ে ৪.৪% করা হয়। রেপো রেট কমানো হয় ৭৫ বেসিস পয়েন্ট। রেপো রেটের সাথে সাথে কমানো হয়েছিল রিভার্স রেপো রেটও।
আজ এসবিআই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো। ২০ থেকে ১০০ বেসিস পয়েন্ট হারে সুদের হার কমানো হলো ফিক্সড ডিপোজিটে সুদের হার। আবার EBR এবং RLLR ভিত্তিক ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে এসবিআই।
গতকাল রাতে এসবিআই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে তারা এই সুদের হার কমানোর কথা জানায়। ওই বিজ্ঞপ্তিতে এসবিআই এর তরফে জানানো হয়, রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর ফলে এক্সটারনাল বেঞ্চমার্ক লিংকড লেন্ডিং রেট বা EBR এবং রেপো লিংকড লেন্ডিং রেট বা RLLR এ ৭৫ বেসিস পয়েন্ট করে কমাবে এসবিআই।
এর ফলে EBR ৭.৮০% থেকে কমে হবে ৭.০৫% এবং ELLR ৭.৪০% থেকে কমে হবে ৬.৬৫%। নতুন আর্থিক বছরের শুরু থেকেই কার্যকর হবে নয়া সুদের হার।