বলিউডবিনোদন

ভারতবাসীর জন্য সাহায্যের হাত বাড়ালেন অক্ষয় কুমার, মোদীর তহবিলে দিলেন ২৫ কোটি টাকা

Advertisement

কৌশিক পোল্ল্যে: উদার মনের মানুষ হিসেবেই অধিক পরিচিত বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। সিনেমায় অভিনয়ের পাশাপাশি দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তার সৌহাদ্যপূর্ন ব্যবহার সত্যিই প্রশংসনীয়। দেশের সর্বোচ্চ পরিমান করদাতা হিসবে তার নাম সবার উপরে, এছাড়াও নানারকম বিপর্যয়ে ত্রানসামগ্রী থেকে শুরু করে অনুদান দেওয়া সবতেই তার ভূমিকা অপরিসীম।

খিলাড়ির সেই দিলদার রূপ আবারো প্রকাশ পেল করোনা বিপর্যয় মোকাবিলার নিমিত্তে। সারা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারীতে মৃতের সংখ্যা সাতাশ হাজার ছাড়িয়েছে। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁই ছুঁই, কাজেই পরিস্থিতি কিন্তু মোটেই সুবিধের নয়।

এমন সময়ই দেবদূতের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয়। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা তহবিলে ২৫ কোটি টাকা দান করলেন তিনি। এটি প্রথমবার নয়, এর আগেও বহু দুর্যোগ ও বিপর্যয়ের ঝাঁপিয়ে পড়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। যদিও অনুদানের খবরটা গোপন রাখতেই চেয়েছিলেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নিয়ে ট্যুইট করে অক্ষয়ের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন।

পরবর্তীতে অক্ষয় সেই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীকে দেওয়া তার অনুদানের কথা প্রকাশ করেন সকল অনুরাগীদের উদ্দেশ্যে। অক্ষয়ের এই মহানুভবতায় সকলেই মুগ্ধ হয়েছেন বারেবারে, যে কারনে তাকে বর্তমানের ‘ন্যাশনাল হিরো’ ট্যাগ দেওয়া হয়েছে। আগামী দিনেও যে কোনো বিপদে দেশের পাশে থাকবেন অক্ষয়, এমনটাই আশ্বাস দিয়েছেন।

Related Articles

Back to top button