এবার করোনা সংক্রমণ সংকটে চীনকে পাশে পেলো পাকিস্তান। শুধু এই পরিস্থিতিই নয়, কাশ্মীর ইস্যু বা সন্ত্রাসবাদ সবসময়ই চীন পাশে থেকেছে তার বন্ধু দেশ পাকিস্তানের। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে পাকিস্তানের পাশে থাকার বার্তা আরও একবার দিলো চীন।
বর্তমানে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ ছাড়িয়েছে, এছাড়া মারা গেছেন ৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন পাঞ্জাব প্রদেশে৷ যেখানে আক্রান্তের সংখ্যা ৪০৮৷ এছাড়াও খাইবার- পাখতুনখাওয়াতে ১৪৭, বালুচিস্তানে ১৩১, গিলগিট বাল্টিস্তানে ৯১ জন আক্রান্ত হয়েছেন৷
এই পরিস্থিতিতে চীনকে পাশে চেয়ে সাহায্য চেয়েছিল ইমরান খানের সরকার৷ সেই আবেদনে সাড়া দিয়েছে চীন। শুক্রবার সড়ক পথে পাকিস্তানে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বেজিং৷ শুধু তাই নয় সাথে পাঠানো হয়েছে বেশ কয়েকজন চিকিৎসককেও৷ খুনজেরাব পাসের স্থল বন্দর দিয়ে সমস্ত চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে ইসলামাবাদের চীনা দূতাবাসের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “পৃথিবীর সর্বোচ্চ স্থল বন্দর খুনজেরাব দিয়ে চীনের জিংপিং থেকে পাকিস্তানে সমস্ত মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করা হয়েছে৷ দুই দেশের তরফ থেকে যৌথ প্রচেষ্টায় প্রতিকূল পরিস্থিতিকে জয় করে, বরফ সরিয়ে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”