দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০০০ ছুঁতে চলেছে। এই অবস্থায় করোনা তহবিলে সাহায্যের জন্য এগিয়ে এলো টাটা ট্রাস্ট। টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা আজ ঘোষণা করেন করোনা মোকাবিলায় টাটা ট্রাস্ট ৫০০ কোটি টাকার অর্থ সাহায্য করবে। তিনি জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসা, চিকিৎসা পরিকাঠামো এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই টাকা ব্যবহার করা হবে।
শনিবার টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা নিজেই টুইটারে এই ঘোষণা করেন। টুইটে তিনি লেখেন যে, ‘এই মুহুর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা ভাইরাস। মানবজাতির সামনে সবচেয়ে বড় সংকট এই কোভিড-১৯। এর আগে দেশের প্রয়োজনে টাটা গোষ্ঠী বারবার এগিয়ে এসেছে। তবে এই মুহূর্তে দেশের জন্য এগিয়ে আসার প্রয়োজন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।’ সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের তিনি ধন্যবাদ জানান যারা এই পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে লড়ছেন।
পাঁচটি খাতে টাটা ট্রাস্টের দেওয়া এই ৫০০ কোটি টাকা ব্যবহার হবে বলে জানিয়েছেন রতন টাটা। সেগুলি হলো,
১. যেসমস্ত স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত রোগীদের সামনে থেকে সাহায্য করছে তাদের নিরাপত্তার সরঞ্জাম কিনতে।
২. আরও বেশি ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম কিনতে।
৩. আক্রান্তদের জন্যে উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে।
৪. আক্রান্তদের শ্বাসযন্ত্র পরীক্ষার সামগ্রী কিনতে।
৫. করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে।