দেশনিউজ

করোনা যুদ্ধে জয়, সেরে উঠলেন কেরলের এক বৃদ্ধ দম্পতি

Advertisement

পুরো বিশ্বকে যেনো একটু একটু করে নিজের গ্রাসে নিয়ে আসছে করোনা। এর কবলে পরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে বহু মানুষ। এক কথায় সর্বত্রই যেন চলছে মৃত্যুমিছিল। সূচনাটা ছিল চীন থেকে, তারপর আসতে আসতে যেনো গোটা পৃথিবীটাকে সে নিয়ে নিতে চলছে নিজের কবজায়। ইতিমধ্যে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬ লক্ষ। তার মধ্যে মারা গেছে প্রায় ৩০ হাজার মানুষ। আবার সুস্থ ও হয়ে ঘরে ফিরেছেন বেশ কিছু জন।

বেশ কিছু দিন ধরে ভারতের মধ্যেও শুরু হয়েছে এর প্রকোপ। অনেক সতর্কতার মধ্যে দিয়েও ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা, মারা গেছেন বেশ কিছু বয়স্ক মানুষ। তবে করোনা মাত্রই কিন্তু মৃত্যু না, সুস্থ ও হয়ে উঠেছেন বেশ কিছুজন।

ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে। তবে এতো হতাশার মধ্যেও জানা গেছে সুস্থ হয়ে উঠেছেন এক বৃদ্ধ দম্পতি। দুজনের বয়স ৯৩ ও ৮৯ বলে জানা গেছে। খবর অনুযায়ী ভারতের মধ্যে যতজন মারা গেছে, তাদের সবাই প্রায় একটু বেশি বয়সের। এই পরিস্থিতিতে এমন বয়সের আক্রান্তদের সুস্থ হয়ে ওঠাটা সত্যি আনন্দের। এক মাসের লম্বা চিকিৎসার পর ভাইরাস কে বুড়ো আঙ্গুল দেখিয়ে খুব শীঘ্রই ঘরের মুখে রওনা দেবেন এই দম্পতি।

Related Articles

Back to top button