পুরুলিয়া : দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সবরকম সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে প্রত্যেককে। অন্য রাজ্য থেকে বাড়িতে ফিরলে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে এবার আলাদা ঘর নয়, গাছেই ১৪ দিন কোয়ারান্টাইনে থাকছেন চেন্নাই থেকে পুরুলিয়ায় ফেরা ৭ শ্রমিক।
গাছের সাথে কাপড় বেঁধে আস্তানা বানিয়েছেন তারা। জানা গেছে তারা চেন্নাই থেকে ফিরে চিকিৎসকের পরামর্শে কোয়ারান্টাইনে রয়েছেন। তবে আলাদা ঘর না থাকার কারণে গাছেই থাকতে হচ্ছে তাদের। যদিও তারা সুস্থ আছেন কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ।
তাদের মধ্যে বিজয় সিংহ লায়া নামের একজন জানিয়েছেন, “চেন্নাই থেকে বহরমপুর হয়ে আমরা গাড়ি করে এসেছি। যদিও আমরা প্রত্যেকে সুস্থ আছি তবে চিকিৎসকদের পরামর্শ মতো আগামী ১৪ দিন নিজেদের কোয়ারান্টাইনে রাখতে হবে। কিন্তু আমাদের বাড়িতে কোনও আলাদা ঘর না থাকার কারণে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এভাবে থাকার। আমরা সমস্ত নিয়ম মেনেই থাকবো। ঠিকঠাক আমাদের খাবার দেওয়া হচ্ছে। জলের কোনো সমস্যা নেই। এছাড়া আমাদের কাছে স্টোভ রয়েছে, ফলে জল ফুটিয়ে খেতে পারবো এবং প্রয়োজনে রান্নাও করে নিতে পারবো।”