আশার আলো দেখছে রাজ্যবাসী, পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্ত আমলার ছেলের রিপোর্ট নেগেটিভ
পশ্চিমবঙ্গে প্রথম আক্রান্ত নবান্নের আমলার ছেলে ওই তরুণ এবার করোনার প্রকোপ থেকে স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কতৃপক্ষ। লন্ডন থেকে ফেরার কিছুদিন পর জানা যায়, ওই তরুণ করোনা আক্রান্ত। এর আগে তিনি লন্ডনে একটি পার্টিতে যোগদান করেন যেখানে আরও কয়েকজন যুবক যুবতীর দেহে কোভিড-১৯ এর নমুনা মিলেছে। এরপর দেশে ফিরে ওই তরুণের বিমানবন্দর থেকে থার্মাল স্ক্যানিংয়ে করোনার উপসর্গ ধরা না পড়লেও তাকে বিমানবন্দর কতৃপক্ষ বেলেঘাটা আইডিতে যাওয়ার নির্দেশ দেয়।
তা অমান্য করে ওই তরুণ ‘দায়িত্বজ্ঞানহীন আচরন’ এর মতো শপিং মলে ঘুরে বেড়ান। ওই তরুণের মা নবান্নের উচ্চপদস্থ আমলা। তরুণকে সঙ্গে নিয়েই আমলা নবান্নে অফিস করেন। পরে জানা যায় আমলার ছেলে করোনা রিপোর্ট পজিটিভ। এরপর থেকেই নবান্নে আতঙ্কের সৃষ্টি হয়। তরুণকে আনা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। যদিও তরুণের মা ও বাবার রিপোর্টে করোনা ধরা পড়েনি।
এবার আশার খবর দিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা। ওই আমলার ছেলে ১৪ দিন ধরে আইসোলেশনে থাকার পর এবার সুস্থ হচ্ছেন। মারণ ভাইরাসের কবল থেকে মুক্তি পেয়েছেন তিনি। এভাবেই করোনা থেকে বাঁচার আলো দেখছে রাজ্যবাসী।