বিশ্বজুড়ে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। করোনা ভাইরাসে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬লক্ষ ৭০ হাজার, মৃত্যু হয়েছে ৩১ হাজার মানুষের। এই ভাইরাসে যিনি সর্বপ্রথম আক্রান্ত সেই ব্যক্তি বর্তমানে সুস্থ। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে চিনের ইউহানে।
করোনায় ইউহানে প্রথম ওয়েই গুইশিয়ান নামক এক মহিলা পেশায় চিংড়িমাছ বিক্রেতা তিনি আক্রান্ত হন করোনা ভাইরাসে। ২০১৯ সালের ১০ ডিসেম্বর তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা যায়। সাধারণ ফ্লু য়ের উপসর্গ থাকায় প্রথমে স্থানীয় হাসপাতালে যান ওই মহিলা, কিন্তু সেখানে চিকিৎসার পর আরও অবনতি হয় তার, শরীর হয়ে পড়ে দুর্বল। আন্দাজ করেন হয়ত সামান্য ফ্লু নয়, তাই সেখান থেকে বড় হাসপাতালে চিকিৎসা করায় এবং সুস্থ হয়ে ওঠেন মাসখানেকের মধ্যে।
ওয়েই গুইশিয়ান বলেন চিন সরকার যদি প্রথম থেকেই গুরুত্ব দিত তাহলে আজ এই মহামারীর পরিস্থিতি সৃষ্টি হত না। তিনি সরকারকে দায়ী করে বলেন চিন সরকারের ব্যর্থতার কারনেই আজ এই মহামারী। ভয়াবহ করোনা ভাইরাস ইউহানে প্রথম শুরু হয় সেখান থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। চিনে বর্তমানে যখন সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু গোটা বিশ্বে পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। বিজ্ঞানীদের একাংশ মনে করছে ভাইরাসটি মনুষ্য সৃষ্ট, চিন এই ভাইরাসটির সৃষ্টিকর্তা, এই ভাইরাস প্রাকৃতিক সংক্রমণ নয়।