Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দর্শকদের অনুরোধে ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’

কৌশিক পোল্ল্যে: বাঙালির প্রেম মানেই খানিক খুনসুটি, ঝগড়া, অভিমান আবার তারপরেই সবকিছু ভুলে দুটি মানুষের একাকার হয়ে যাওয়া একটি সংসার। ২০১৩ সালে এমনই এক প্রেমের গল্প পথ চলতে শুরু করেছিল…

Avatar

কৌশিক পোল্ল্যে: বাঙালির প্রেম মানেই খানিক খুনসুটি, ঝগড়া, অভিমান আবার তারপরেই সবকিছু ভুলে দুটি মানুষের একাকার হয়ে যাওয়া একটি সংসার। ২০১৩ সালে এমনই এক প্রেমের গল্প পথ চলতে শুরু করেছিল স্টার জলসার পর্দায় যে ধারাবাহিকের নাম ‘বোঝেনা সে বোঝেনা’। একেবারে ভিন্নস্বাদের এই প্রেমের গল্প মন কেড়েছিল হাজারো বাঙালি দর্শকদের।

যশ দাশগুপ্তের প্রথম অ্যাপিয়ারেন্সেই দিওয়ানা হয়ে গিয়েছিলেন অগনিত তরুনীরা। অভিনেত্রী মধুমিতা ততদিনে ‘কেয়ার করি না’ এর দৌলতে বেশ খানিকটা ফ্যানবেস তৈরি করে ফেলেছেন। এই ফ্রেশ জুটির মাখোমাখো প্রেম পর্দায় ম্যাজিক সৃষ্টি করেছিল, যে কারনে সেখান থেকেই রাতারাতি স্টার হয়ে যান এই দুই সিরিয়াল অ্যাক্টর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলাইবাহুল্য ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। বিশেষ করে যশের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ধারাবাহিক শেষেই তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে বড়পর্দায় কাজ করার সুযোগ পান ‘গ্যাংস্টার’ ছবির মুখ্য ভূমিকায়। মধুমিতা অবশ্য মাঝে আরও একটি ধারাবাহিকে কাজ করেন যার নাম ‘কুসুম দোলা’। বর্তমানে তিনিও টলিউড ফিল্ম জগতে পা রেখেছেন প্রতিম দাশগুপ্তের হাত ধরে ‘লাভ আজ কাল পরশু’ ছবির মাধ্যমে।

সাম্প্রতিক করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে গিয়েছে টেলিভিশনের অধিকাংশ অনুষ্ঠান ও মেগাসিরিয়াল। ফাঁকা সময়গুলিতে পুরোনো সিরিয়াল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। আগের বেশ কয়েকদিন এই নিয়েই পুরোনো বেশিকিছু ধারাবাহিকের সম্প্রচার করে ট্রায়াল নেওয়া হয়, শেষে দর্শকদের হিউজ রেসপন্সের পরিপ্রেক্ষিতে ‘বোঝেনা সে বোঝেনা’ ফিরিয়ে আনার চিন্তাভাবনা স্থির করা হয়। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, চলবে সোম থেকে রবি প্রতিদিনই। এর সাথে সাথে বিখ্যাত ‘মহাভারত’ ধারাবাহিকটিও কাল থেকেই শুরু হচ্ছে, যা দেখা যাবে রাত ন’টা থেকে।

About Author