গৃহবন্দি মানুষ, জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে যাচ্ছে বিরল প্রজাতির প্রানী, দেখুন ভিডিও
এ যেন প্রকৃতির প্রতিশোধ! এতদিন মানুষের অত্যাচারে নিজের স্বাভাবিক ছন্দ হারিয়েছে প্রকৃতি। মানুষের লোভ ও লালসার কাছে অসহায় হয়ে হারিয়ে যেতে বসেছে বন্যপ্রাণী। ফলে এই করোনা ভাইরাস বন্যপ্রাণী ও প্রকৃতির কাছে যেন এক আশীর্বাদ স্বরূপ। করোনা ভাইরাসের সংক্রমণে ছড়িয়ে পড়া মারণ কোভিড ১৯-এর ফলে আজ গৃহবন্দি মানুষ। আর এর ফলেই স্বাভাবিক ছন্দে ফিরতে বিশ্ব প্রকৃতি।
১৯৯০ সালে কালিকট শহরের রাস্তায় শেষবারের মতো দেখা গিয়েছিল মালাবার গন্ধগোকুল। এবার আবারও শহরের রাস্তায় নেমে আসতে দেখা গেল তাদের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গৃহবন্দি হয়েছেন মানুষ। সেই সুযোগেই রাস্তায় নেমে আসছেন বন্যপ্রাণীরা। বিপন্ন ও বিলুপ্তপ্রায় এই প্রাণীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার এই প্রক্রিয়া দেখে আশাবাদী পরিবেশবিদরা। দূষণ ও জনবহুলতা কমতে থাকায় বিশ্ব জুড়েই বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীদের পুনরুৎপাদন বাড়ছে বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, সমগ্র দেশের মতো কেরালার কালিকটেও জারি রয়েছে লকডাউন। ইতিমধ্যে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ২০২ জন। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। ফলে সংক্রমণের তীব্রতা আটকাতে গৃহবন্দি রয়েছে মানুষ। আর এই সুযোগেই শহরের রাস্তায় নেমে এসেছে মালাবার গন্ধগোকুল। ১৯৯০-এর পর আবার যা দেখা গেল এই ঐতিহাসিক শহরে।