সোমবার দিল্লির মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে গ্রীষ্মের দাবদাহে কোন কোন স্থানে বেশি তাপপ্রবাহ থাকবে। দেশের সার্বিক গ্রীষ্মের পূর্বাভাস অনুযায়ী আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গ্রীষ্মের তীব্রতা রাজ্যে তেমন না হলেও বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বাড়বে।
কেমন গরম পড়বে এবার, সে প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে গ্রীষ্মকালে স্বাভাবিক থাকবে গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কিছু কিছু স্থানে মাত্রাতিরিক্ত গরম পড়বে,পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান প্রভৃতি কিছু জেলায় বাড়বে তাপপ্রবাহ। গড়ের তুলনায় তাপপ্রবাহ বেশি হবে বলে জানানো হয়েছে।
বেশ কিছু স্থান যেখানে বরাবরই তাপপ্রবাহের মাত্রা বেশি থাকে যেমন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে আরও বৃদ্ধি পাবে তাপপ্রবাহ।