নিউজরাজ্য

অসহায় খেটে খাওয়া মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন বিধায়ক সমীর কুমার পোদ্দার

Advertisement

নদীয়া: করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার মহাশয়। বিশেষত অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ, পরিবহন শ্রমিক, শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, কর্মসূত্রে বিদেশে আটকে পড়া একমাত্র উপার্জনকারী পরিবার সহ নানা অসুস্থ রোগীদের ও বিতরণ করা হয় খাদ্যদ্রব্য। ৮৯ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের ২৮০ টি বুথ থেকেই, লিস্ট হয়েছিল গত দুদিন ধরে। এলাকার নেতৃত্বের হাত ধরেই এক এক করে সকলের হাতে খাবার পৌঁছে দিলেন বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার।

ভারতে লকডাউনের জেরে শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের অসুবিধার সৃষ্টি হয়েছে। যারা দৈনিক কাজে টাকা পান তাদের কাজ বন্ধ থাকার ফলে খাদ্যের সমস্যা হচ্ছে। এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের বহু মানুষ। রাজ্যের বেশ কিছু জেলার বিধায়করা তাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর তহবিলে বিভিন্ন নেতা মন্ত্রীরা ও আর্থিক অনুদান দিচ্ছেন।

প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই ২৬ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল ২২ জেলাতে ২২ টি করোনা হাসপাতাল করার কথা উল্লেখ করেছেন। এছাড়া তিনি দরিদ্র মানুষদের যাতে খাদ্যের অভাব না হয়, তার জন্য বিশেষ কিছু ব্যবস্থা ও নিয়েছেন। রাজ্য সরকার বার বার করোনাতে  কি কি করণীয় আর কি কি করা উচিত নয় সেগুলি প্রচার করছেন।

Related Articles

Back to top button