করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে গোটা দেশ। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। ফলে বেড়ে গেছে ডেটার ব্যবহার। তাই এবার গ্রাহকদের সুবিধার্থে বিশেষ সুবিধা নিয়ে এলো রিলায়েন্স জিও।
জানা গেছে, আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত ১০০ মিনিট ভয়েস কলিং এবং ১০০ টি এসএমএস বিনামূল্যে দেবে এই কর্তৃপক্ষ। শুধু তাই নয় রিচার্জ না করলেও থাকবে ইনকামিং কলের সুবিধা। লকডাউনের জেরে অনেকেই ঠিকঠাক রিচার্জ করতে পারছেন না। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সুবিধা জিও ফোনের গ্রাহকদের জন্যেও। ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও তারা ইনকামিং কলের সুবিধা পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর আগেও জিও “বাড়ি থেকে কাজ” নামের একটি প্ল্যান এনেছিলো। যাতে ভয়েস বা এসএমএস এর কোনো সুবিধা ছিলো না। ৫১ দিনের বৈধতায় গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাচ্ছিলো।
এছাড়াও ডেটা ভাউচার গুলিও সংস্করণ করেছে এই সংস্থা। প্রত্যেকটি প্ল্যানে ডেটার পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে। ১১, ২১, ৫১ এবং ১০১ টাকা দামের ডেটা ভাউচার গুলিতে দ্বিগুণ ডেটা দেওয়া হবে বলে জানা গেছে।