করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। বাড়িতে বেরোতে পারছেন না মানুষ। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে অন্যান্য টেলিকম সংস্থার মতো ভোডাফোন-আইডিয়াও নিয়ে এলো নতুন একটি সুবিধা।
যে সমস্ত গ্রাহকেরা ফিচার ফোন ব্যবহার করেন তাদের ১০ টাকা করে টকটাইম দেবে এই সংস্থা। বিশেষ করে কম আয়ের গ্রাহকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয় আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বৈধতা অর্থাৎ যদি কোনো প্ল্যানের বৈধতা শেষ হয়ে যায় তবুও তারা কলের সুবিধা পাবেন। খুব শীঘ্রই এই সুবিধাগুলি উপলব্ধ করা হবে বলে তারা জানিয়েছে।
ভোডাফোনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, তাদের প্রায় এক কোটি গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন। এই গ্রাহকদের ১০ টাকার টকটাইম এবং এসএমএস এর সুবিধা দেওয়া হবে। করোনা সংক্রমণের ফলে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে অসুবিধায় পড়েছেন বহু গরীব মানুষ। এই মুহুর্তে যাতে তারা পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে পারেন তার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।