Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছয় নয়, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তে মৃত্যু তিন, বৈঠকে বললেন মমতা

বুধবার নবান্নে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। এদিন তিনি বলেন মঙ্গলবার জানতে পেরে ৫৪ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে, তিনি বলেন যদি কেউ নিজামুদ্দিনে গিয়ে থাকেন, বা তাঁদের সঙ্গে…

Avatar

বুধবার নবান্নে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। এদিন তিনি বলেন মঙ্গলবার জানতে পেরে ৫৪ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে, তিনি বলেন যদি কেউ নিজামুদ্দিনে গিয়ে থাকেন, বা তাঁদের সঙ্গে মিশে থাকেন, তাহলে তা গোপন না করে সরকারকে জানানো হোক যাতে তাদের আইসোলেশনের বন্দোবস্ত করা যায়। তিনি বলেন নিজামুদ্দিনে রাজ্য থেকে ৭১ জন যোগ দিয়েছিল বলে কেন্দ্রের তরফে জানানো হয়, যারমধ্যে ৪০ জন বিদেশি ছিল।

তিনি আরও বলেন সঠিক তথ্য না নিয়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বিভিন্নরকম দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বর্তমানে রাজ্যে করোনা পজিটিভ কেসের সংখ্যা ৩১। এখনও পর্যন্ত রাজ্যে ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন যার মধ্যে তিনজন সুস্থ হয়ে গিয়েছেন এবং তিনজন মারা গিয়েছেন। তাঁর মধ্যে একজন মারা গেছেন নিউমনিয়াতে। আক্রান্ত ৩১ জনের মধ্যে ১৭ জন করোনা আক্রান্ত মোট চারটি পরিবারের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর লকডাউন সফল করে তোলার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন লকডাউন সত্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনের নিয়মকে মানা হচ্ছে না, যার জন্য পুলিশকে রাস্তায় নামতে হচ্ছে। লকডাউনের কয়েকটা দিন হোম কোয়ারান্টাইন থাকার আবেদন জানান তিনি। ৬ মাস রেশনে যারা ২ টাকায় চাল পেতেন তাদের রেশন বিনা পয়সায় দেওয়ার কথাও জানান তিনি। অত্যাশকীয় পণ্য কিনতে অযথা ভিড় না করে দূরে দূরে থেকে পণ্যসামগ্রী কেনার কথাও জানান তিনি।

About Author