করোনার জেরে এবার পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীদের পাশ করানোর সিদ্ধান্ত নিলো সিবিএসই বোর্ড। জানা গেছে শিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, “প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করানো হবে। এনসিইআরটির সঙ্গে সমস্ত রকম আলোচনা করেই এই নির্দেশিকা জারি করা হলো।”
এছাড়াও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখলিয়াল নিশাঙ্ক আগেই টুইট করে জানিয়েছিলেন, তিনি সিবিএসই বোর্ডকে পরামর্শ দিয়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণির সমস্ত পড়ুয়াকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করানোর জন্য। যেসব পড়ুয়াদের পাশ করানো হবে না, তারা অনলাইন বা অফলাইনে স্কুলের টেস্টে বসতে পারবে। তবে নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রে প্রোজেক্ট, পিরিয়ডিক টেস্ট, টার্ম এক্সাম ইত্যাদি খতিয়ে দেখার পরই পাশ করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা ভাইরাসের ফলে দেশজুড়ে সব কিছু স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল। ইতিমধ্যেই বহু রাজ্যের বোর্ড ঘোষণা করে দিয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। তবে সিবিএসই বোর্ডের তরফে এতোদিন পর্যন্ত কিছু জানানো হয়নি। এরপর তাদের এই ঘোষণায় খুশি সমস্ত পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।