খেলা

ফের শিরোনামে ডেভিড ওয়ার্নার, আবার কি এমন কাজ করলেন তিনি?

Advertisement

সুরজিৎ দাস  : বল বিকৃতি কান্ডে নির্বাসিত হয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার তারপর কেটে গেছে অনেকটা সময় ২০১৯ বিশ্বকাপ এ সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন ডেভিড ওয়ার্নার। চলতি অ্যাসেজেও স্মিথের বিধ্বংসী ব্যাটিং দেখেছে গোটা বিশ্ব। কিন্তু এদিন আবার স্লেজিং বিতর্কে নাম জড়ালো ডেভিড ওয়ার্নারের তবে এবার তিনি নিজেই স্লেজিং এর শিকার।

এদিন খেলা চলাকালীন বাউন্ডারি সীমার কাছে ওয়ার্নার ফিল্ডিং করার সময় গ্যালারী তে বসা সমর্থক এর দল যারা ‘বার্মি আর্মি’ নামে পরিচিত তারা ওয়ার্নারকে দেখে গান জুড়ে দেন এবং ব্যঙ্গ বিদ্রুপ করেন। ক্রমেই স্লেজিং এর মাত্রা বেড়ে গেলে ওয়ার্নার নিজের পকেটে হাত দিয়ে পকেট বার করে দেখায় এবং বোঝায় তার কাছে আর স্যান্ডপেপার নেই। এরপরেই ক্যামেরায় সেই দৃশ্য উঠলেই তা ক্রমেই ভাইরাল হয়ে যায়। যদিও গোটা ঘটনা কে মজা হিসেবে দেখছেন ওয়ার্নার নিজেই এবং ওয়ার্নারের আচরণ কে বার্মি আর্মিও স্বাগত জানিয়েছে।

Related Articles

Back to top button