মুম্বাই : দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। ইতিমধ্যেই ৩০০-র বেশি লোক সংক্রমিত হয়েছেন। এবার মুম্বাইয়ের ধারাভী বস্তিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫৬ বছরের এক ব্যক্তির। কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, গতকাল তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৭ জনকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাদের করোনা পরীক্ষা করা হবে।
এই বস্তিতে প্রায় ১০ লক্ষ মানুষ থাকেন, ফলে সংক্রমণ খুব দ্রুত হারে ঘটবে। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে ওই বস্তিকে পুরোটাই ‘সিল’ করে দেওয়া হয়েছে। ৫ বর্গকিলোমিটার বির্স্তিত এশিয়ার বৃহত্তম বস্তিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়বে। করোনা সংক্রমণ ও ঘটবে খুব তাড়াতাড়ি। তাই সিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বুধবার মুম্বাইতে নতু করে ৫৯ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই সংক্রমণে মারা গেছেন ১৬ জন মানুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০-র বেশি। কয়েকদিন আগে মুম্বাইয়ের যশলোক হাসপাতালে ২ জন নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন, যার জন্য সেই হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন মারফত জানা গেছে যে ওদের মধ্যে একজন নার্স করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। সরকারি সূত্র অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৩৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন।