চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা ও মারধর, চলল ইটবৃষ্টিও
ইন্দোর : এবার চিকিৎসকের উপর ক্ষোভ ও অসন্তোষ উগড়ে পড়ল স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, ওই এলাকায় কারোর শরীরে কোভিড-১৯ এর জীবানু প্রবেশ করেছে কি না তা পরীক্ষা করতে যায় একদল স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকগন। এরপর তাদের উপর চড়াও হয় এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, স্ক্রিনিং-এর নামে তাদের হেনস্তা করা হচ্ছে। এরপর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এলাকায় ঢুকলে তাদের নির্দেশ করে পাথর ছোড়া হয়। মারধর করা হয়েছে তাদের। জানা গিয়েছে, মারধরের ফলে দুই চিকিৎসক পাথরের আঘাতে আহত হয়েছেন। পুলিশ অবশেষে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল।
Indore has 76% of MP’s #COVID patients, but after Ranipura again locals attacked health officials @ChouhanShivraj @DGP_MP @ndtvindia #COVID19Pandemic #CoronaKoDhona #COVIDIOTS pic.twitter.com/GPDMqEfBaM
— Anurag Dwary (@Anurag_Dwary) April 2, 2020
জানা গিয়েছে, ইন্দোরের তাতপাত্তি বাখাল এলাকায় ৫৪ টি পরিবারকে হোম আইশোলেশনে রাখা হয় এবং আরও বেশ কয়েকটি পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষোভ শুরু এখান থেকেই।