করোনা নিয়ে আজ দেশের সমস্ত রাজ্যের মন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ২১ দিনের এই দেশব্যাপী লকডাউন অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু “পরিকল্পনাহীন ব্যবস্থা” -র জন্য দেশের অসংখ্য পরিযায়ী শ্রমিকের সমস্যা হচ্ছে। এছাড়া তিনি আরও বলেছেন যে COVID-19 সারা বিশ্বের কাছেই অজানা ছিল, কিন্তু এখন সবাইকে মিলে একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সনিয়া গান্ধী এরসাথে বলেছেন যে আমাদের দেশে বহু মানুষ আছেন গরীব এবং দুঃস্থ। আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, যার যতটা সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হবে। এভাবেই তাঁদেরকে সাপোর্ট করতে হবে বলে তিনি জানিয়েছেন। বর্তমান পরিস্থিতি কঠিন হলেও সেটার থেকে বেরিয়ে আসতে হবে। সনিয়া গান্ধী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিশেষ নেতৃবৃন্দরা। উপস্থিত ছিলেন মনমোহন সিং, রাহুল গান্ধী সহ অন্যান্য নেতারা।
প্রসঙ্গত, ভারতে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে লকডাউনের পর এই সংখ্যা মাত্রাতিরিক্ত হরে বেড়েছে। আজ প্রধানমন্ত্রী সেই করোনা সংকট থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে এই নিয়েই দেশের বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬৫-তে। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০০-র বেশি মানুষ।