দেশজুড়ে করোনা আতঙ্ক ক্রমাগত বাড়ছে। দিনের পর দিন আক্রান্তের সাথে সাথে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সংক্রমণ যাতে না ছড়ায় সেই কারণে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, তবুও তা উপেক্ষা করেই জায়গায় জায়গায় অপ্রয়োজনীয় জমায়েত করে চলেছেন সাধারণ মানুষ। পরিণাম কতটা ভয়ংকর হতে পারে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাদের। শুধু জমায়েতই নয় কারোর মুখে নেই মাস্ক।
এই পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন মানুষদের বোঝানোর জন্য টুইটারে হরিয়ানার আইপিএস পঙ্কজ নৈন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মাস্ক পরা একটি কুকুর। পোস্ট করার সময় ক্যাপশনে লিখেছেন, “যদি ও পারে, তাহলে আপনারা কেন পারবেন না?নিজেদের সুরক্ষার সাথে সাথে অন্যদের সুরক্ষার দিকেও নজর দিন।”
If he can do it, so can you !
Be safe , keep other people safe .#Covid19India pic.twitter.com/G0zWDODQty
— Pankaj Nain IPS (@ipspankajnain) March 31, 2020
শুধু এবারই নয় এর আগেও যারা লকডাউন অমান্য করেছে, তাদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করেছেন তিনি যা খুবই চাঞ্চল্য ফেলে দিয়েছিল। প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত ২৩৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সাথে মৃত্যু হয়েছে ৬৯ জনের। তবে এরই মাঝে আশার আলো দেখা গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮১ জন। তবে হরিয়ানায় এখনও পর্যন্ত ৪৯ জন আক্রান্ত হলেও কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।