খেলাফুটবল

জেলের মধ্যে ফুট-ভলিবল খেলে দিন কাটাচ্ছেন ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার

Advertisement

করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বে যখন লকডাউন, তখন ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার দিন কাটাচ্ছেন জেলে। প্যারাগুয়ের এক জেলে ফুট-ভলিবল খেলে দিন কাটছে একদা বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ানো রোনাল্ডিনহোর। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে বিশ্ব জুড়ে। তাতে দেখা যাচ্ছে কিছুটা নিশ্চিন্তেই ফুট-ভলিবল খেলে সময় কাটাচ্ছেন এই প্রাক্তন বিশ্বকাপার। কিছুদিন আগে জেলের সহবন্দিদের সঙ্গে তার জন্মদিন পালন করার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে আস্ত একটা মুরগি ঝলসিয়ে জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অন্যান্য জেল বন্দিদের সঙ্গে ফুট-ভলিবল খেলায় মেতে উঠেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বখ্যাত এক স্পোর্টস ওয়েবসাইটের তথ্য অনুসারে, রোনাল্ডিনহোকে নিজেদের মধ্যে পেয়ে খুশি জেল বন্দি থেকে কারারক্ষী প্রত্যেকেই। কিছুদিন আগে একটি ফাইভ এ সাইড ফুটবল ম্যাচে অংশ নেয় জেলবন্দিরা। সেখানে একাই ৫ টি গোল করেন ২০০২-এর বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান ফুটবলার। সতীর্থ দিয়ে করিয়েছিলেন ৬ টি গোল।

প্রসঙ্গত, জাল পাসপোর্ট নিয়ে দেশে আসার অভিযোগে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের এক হোটেল থেকে এই ব্রাজিলিয়ান সুপারস্টার ও তার ভাইকে রবের্তোকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। জানা গেছে, রোনাল্ডিনহোর পাসপোর্টে সমস্ত তথ্য ঠিক থাকলেও নাগরিকত্ব লেখা ছিল প্যারাগুয়ের। এছাড়াও তার কাছে আরও বেশ কিছু জাল নথি ছিল বলে দাবি করেছেন প্যারাগুয়ের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। প্যারাগুয়ের জেলে রোনাল্ডিনহো ও তার ভাইকে ৬ মাস জেলবন্দি থাকতে হবে বলে জানা গেছে।

Related Articles

Back to top button