দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন, ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। এই অবস্থায় সম্পূর্ণ বন্ধ ভারতীয় রেল। ১৪ই এপ্রিল পর্যন্ত রেলের সব পরিষেবাই বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছিল। ১৪ই এপ্রিলের পর থেকে যাতে রেল পরিষেবা ঠিকঠাক ভাবে আবার চালু করা যায় তারজন্য প্রস্তুতি শুরু করে দিলো ভারতীয় রেল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে একথা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর আগে পশ্চিম রেলের তরফে জানানো হয়েছিল, তারা ১৫ই এপ্রিল থেকে বুকিং ইতিমধ্যেই নেওয়া শুরু করে দিয়েছে। ভারতে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম রেল পরিষেবা। ২১ মার্চ থেকেই যা বন্ধ। প্রথমে মেল এবং এক্সপ্রেস ট্রেন গুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর ধীরে ধীরে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়।
কেবলমাত্র মালগাড়ি গুলিই চলছিল দেশ জুড়ে। তাই ১৪ই এপ্রিল লকডাউন শেষ হলেই যাতে সমস্ত ট্রেন আবার চালু করা যায় তারজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে রেল। প্রসঙ্গত গত সপ্তাহ থেকেই রেলের বিভিন্ন ডিভিশনে শুরু হয়েছে ১৫ই এপ্রিল বা তার পরের যাত্রার টিকিট বুকিং।