সারা দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই আক্রান্ত ছুয়েছে ৩০০০ এর কাছাকাছি। আগামী রবিবার রাত ৯ টায় দেশবাসীর মধ্যে একাত্মতা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্য। তিনি বলেছেন, আগামী ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে ঘরের দোরগোড়ায় বা ব্যালকনিতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে।
এবার তাঁর সেই বার্তা যাতে আরও গ্রহনযোগ্য হয় তাঁর জন্য তিনি অটল বিহারি বাজপেয়ীর স্মৃতি আওড়েছেন। এদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজপেয়ীর একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাজপেয়ী দলের কোনও জনসভায় বক্তৃতা দিচ্ছেন। তার বক্তব্যের মাঝেই পাঠ করে শোনাচ্ছেন একটি কবিতা ‘বর্তমানকে মোহপাশ মে আনেওয়ালা কাল না ভুলায়ে, আও ফিরসে দিয়া জ্বালায়ে।’
आओ दीया जलाएं। pic.twitter.com/6sc5bplbVy
— Narendra Modi (@narendramodi) April 4, 2020
বাজপেয়ী রাজনীতিক ছাড়াও তার মধ্যে অন্য সত্তা ছিল। প্রতম জীবনে তিনি বীর অর্জুন এবং স্বদেশ সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। এছাড়াও তিনি লিখতেন কবিতা।