Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেলুড় মঠের পর ইসকন, দৈনিক ১০,০০০ জন গরীব মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

দেশজুড়ে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। পরিস্থিতি সামাল দিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যার ফলে সমস্যায় পড়েছেন দিনমজুর…

Avatar

দেশজুড়ে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। পরিস্থিতি সামাল দিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যার ফলে সমস্যায় পড়েছেন দিনমজুর ও দরিদ্র শ্রেণির মানুষেরা। এবার তাদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ইসকনের কলকাতা কেন্দ্রর তরফ থেকে প্রতিদিন ১০,০০০ জন লোক খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।

ইসকন ইতিমধ্যেই ১০,০০০ জন মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলো এবং এরপর সৌরভ গাঙ্গুলির এই উদ্যোগের পর প্রতিদিন মোট ২০,০০০ জন মানুষকে খাবার সরবরাহ করবে।  ইসকনের কলকাতা কেন্দ্রের মুখপাত্র ও সহ-সভাপতি রাধারমণ দাস এই বিষয়ে টুইট করে জানিয়েছেন যে, “সৌরভ গাঙ্গুলিকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি ১০,০০০ জন মানুষকে দৈনিক খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। এরফলে ইসকনের প্রত্যেকে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দাদার খেলা এটিই সবচেয়ে ভালো ইনিংস। ধন্যবাদ।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু এখানেই নয় সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও অনুদানও দিয়েছেন এবং তাঁর সংস্থা স্থানীয় অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম গুলিতে খাদ্য সরবরাহ করবে বলে জানা গেছে।

About Author