আন্তর্জাতিকনিউজ

N95 মাস্কের পরিবর্তে জাঙিয়ার মাস্ক, করোনা রুখতে পাকিস্তানের সঙ্গে মশকরা চীনের

Advertisement

সারা বিশ্বের মতো পাকিস্তানেও ব্যাপক আকার ধারণ করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা রুখতে নাজেহাল সে দেশের ইমরান খান সরকারের। এই পরিস্থিতিতে পাকিস্তানের একমাত্র ভরসা ছিল বন্ধুরাষ্ট্র চিন। সেই তারাও কিনা বিপদের চিনে সাহায্য না করে মশকরা করল। এন ৯৫ মাস্ক পাঠানোর আশ্বাস দিয়ে পাঠালো স্পঞ্জের মাস্ক। যা ব্যবহার করতে অস্বীকার করলেন পাক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বন্ধুরাষ্ট্রের এমন ব্যবহারে অস্বস্তিতে ইমরান খানের প্রশাসন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে কাপড়ের মাস্ক চেয়ে চিনের কাছে সাহায্য প্রার্থনা করে পাকিস্তান। প্রতিশ্রুতি মতো চিনও মাস্ক পাঠায় পাকিস্তানে। সিন্ধুপ্রদেশে সেই মাস্ক এসে পৌঁছালে বিতর্কের সৃষ্টি হয়। করোনা মোকাবিলায় নিরন্তর লড়াই করে চলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেই মাস্ক ব্যবহার করতে অস্বীকার করেন। তাদের অভিযোগ, এই মাস্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে তৈরি করা হয়নি। এন ৯৫ -এর পরিবর্তে চিন স্পঞ্জের তৈরি মাস্ক পাঠিয়েছে। যা দেখতে অনেকটা আন্ডারওয়্যারের মতো দেখতে। তাদের এই অভিযোগ পেয়ে অস্বস্তিতে প্রশাসন। চিনের সমালোচনায় মুখর হয়েছে পাক মিডিয়াও।

অন্যদিকে, করোনা মহামারি পরিস্থিতিতে ইমরান খান প্রশাসনের সমালোচনায় সরব দেশবাসী। কোভিড ১৯ আক্রান্ত চিকিৎসার অব্যবস্থা ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের জন্য দেশবাসীর নিন্দার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকেও। আইসোলেশনের নামে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখার অভিযোগ উঠেছে। একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোয়ারান্টিনে থাকা রোগীদেরও।

Related Articles

Back to top button