রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৩৭৪ হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬৬ জন। ভারতের মধ্যে সবথেকে বেশি করোনাতে আক্রান্ত মহারাষ্ট্রে, সেখানে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪৯০ জন।
এছাড়া কেরালাতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কেরালায় রবিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। রাজস্থানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০০ হয়েছে। এছাড়া কর্নাটকে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। তেলেঙ্গানাতে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। ভারতে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ৯ টায় ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালাতে বলেছেন। মূলত করোনার অন্ধকার দূর করার জন্যই এই আর্জি জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কিছু মানুষ মোদীর এই আর্জিকে স্বাগত জানিয়েছেন।