কৌশিক পোল্ল্যে: দেশবাসীর মনোবল বাড়িয়ে তুলতে দুদিন আগেই দাওয়াই হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজভাষনে সকলকে আজ রাত ন’টায় বাড়ির বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর নির্দেশ দেন। এই কার্যক্রম চলবে টানা নয় মিনিট। এরপরই আবার সব কিছু স্বাভাবিক ছন্দেই চলবে পূর্বের মতো। মোদির এই আহ্বানে সেলিব্রিটিসহ সারাধন মানুষের একাংশ একে সমর্থন করলেও এই নিয়মটি পালন করতে নারাজ অনেকেই।
এবার সেই সিদ্ধান্তেই বেঁকে বসলেন অভিনেত্রী অপর্ণা সেন। স্বাধীনচেতা ও স্পষ্টবাদী হিসেবে তিনি বিশেষ পরিচিত। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট মারফৎ তিনি বলেন, “আমার বাড়িতে ৫ তারিখ লাইট বন্ধ থাকবে না। দেশের বর্তমান পরিস্থিতি যা চলছে তাতে দেশের সরকার পুরোপুরি দায়ী। ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও সাধারন মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে এবং এটা একটা মস্ত বড় প্রহসন। দেশের বেশীরভাগ মানুষ জানেনই না, দেশের এহেন দুরাবস্থায় সরকার সার্বিয়াতে ৯০টন করোনা টেস্টিং কিট সাপ্লাই করেছে। অথচ দেশের জনগনের গন টেস্টিং, যা অন্যান্য করোনা আক্রান্ত দেশ ইতিমধ্যেই করেছে, সেটা ভারতে করা হচ্ছে না পর্যাপ্ত টেস্টিং কিট এর অভাবে। বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছেন তাদের কাছে পর্যাপ্ত কিট নেই।”
তিনি জানান আলো না নিভিয়ে সাহস বাড়াতে বরং আরও বেশি করে আলোর প্রয়োজন তাই নিজের বাড়িতে আলো না নেভানোর সিদ্ধান্তে অটল অপর্ণা সেন। একইভাবে বহু ট্রোলার্সরা এই উদ্যোগকে সমর্থন না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম ট্রোল ও মিমস পোস্ট করতে থাকেন।
উল্লেখ্য, মোদির ভাষনের পরপরই বিভিন্ন মহলে এই ইস্যুতে সমালোচনার ঝড় বয়ে যায়। এই আহ্বানকে সম্পূর্ন ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক বলে অ্যাখা দিয়েছেন সমালোচকরা। আজ রাত ন’টায় ঠিক কোন চিত্র দেখতে পাব আমরা? উত্তর তো সময়ই বলে দেবে।