বর্তমানে করোনা সংক্রমণের জেরে বাড়িতে বসেই কাজ করছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে এয়ারটেল তার গ্রাহকদের জন্য নতুন একটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে। টেলিকম সংস্থাটি কিছু নির্বাচিত গ্রাহকদের প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য একটি ব্যানার পাঠাচ্ছে বলেও জানা গেছে।
এই প্ল্যানটিতে ১০০ টাকায় ১৫ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এই মহামারীর ফলে বাড়িতে বসেই কাজ করছেন এবং যাদের বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ নেই এই প্ল্যানটি শুধুমাত্র তাদের জন্যই বৈধ। নতুন প্ল্যান অনুযায়ী এয়ারটেল তার পোস্টপেইড গ্রাহকদের জন্য দুটি ডেটা প্যাক সরবরাহ করবে।প্রথমটিতে মাত্র ১০০ টাকায় ১৫ জিবি ডেটা এবং দ্বিতীয়টিতে ২০০ টাকায় ৩৫ জিবি ডেটা দেওয়া হবে।
নতুন প্ল্যানটি “স্বাচ্ছন্দ্যে বাড়ি থেকে কাজ করুন” বিভাগের অধীনে পাওয়া যাবে। যারা আগ্রহী রয়েছেন সেইসব গ্রাহকরা নতুন প্ল্যানটি পেতে “এয়ারটেল থ্যাংকস” অ্যাপটিতে নজর রাখতে পারেন।