করোনার প্রকোপে সারা দেশ জুড়ে লক ডাউন জারি রয়েছে, যার ফলে স্বাভাবিক জনজীবন হয়ে গিয়েছে স্তব্ধ। লক ডাউনের ফলে বেশিরভাগ কর্মক্ষেত্র অচল অবস্থায় পড়ে রয়েছে। যাতে সবথেকে বেশি দুর্দশায় রয়েছেন গরীব মানুষেরা। তাদের কথা ভেবেই এবার টেলিকম অপারেটর সংস্থাগুলি বিশেষ কিছু ছাড়ের সুবিধা দিয়েছে।
রিলায়েন্স জিও : যেসব জিও গ্রাহকেরা জিও ফোন ব্যবহার করে তাদের বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জিও টেলিকম অপারেটর সংস্থা। জিও ব্যবহারকারীরা মেয়াদ শেষ হওয়ার পরও ইনকামিং কলের সুবিধা পাবেন। এছাড়া ১০০ মিনিটের বিনামূল্যে কল করার সুযোগ, ১০০ টি এসএমএস আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। এই সুবিধাটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীরাই পাবেন।
বিএসএনএল: সরকারি এই টেলিকম অপারেটর সংস্থা সমস্ত প্রিপেইড প্ল্যানের মেয়াদ আগামী ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল। শুধুমাত্র যেসব প্ল্যানগুলি গত ২২ মার্চের পর শেষ হয়েছে সেগুলোই এই সুবিধার অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রিপেইড প্ল্যানের গ্রাহকদের ১০ টাকার ফ্রী টকটাইমের সুবিধাও দেওয়া হবে বলে জানিয়েছে এই সংস্থা।
এয়ারটেল : এই টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সব রকমের প্রিপেইড প্ল্যানের মেয়াদ আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। প্ল্যানের মেয়াদ শেষ হলেও ইনকামিং কলের সুবিধা বজায় থাকবে। ১০ টাকার বিনামূল্যে টক টাইমও দেওয়া হবে।
ভোডাফোন আইডিয়া : এই টেলিকম অপারেটর সংস্থা জানিয়েছে সব রকমের প্রিপেইড প্ল্যানের মেয়াদ আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে। এছাড়াও থাকছে ১০ টাকার ফ্রি টক টাইমের সুযোগ।