করোনা মোকাবিলায় লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। বন্ধ চৈত্রের কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য উৎসব। মন খারাপের মাঝে এবার বসন্তের শেষদিকে বাড়ছে তাপমাত্রাও। বর্তমানে কলকাতার তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস, সাথে অন্যান্য জেলাগুলিতেও ক্রমে বাড়ছে তাপমাত্রা। এরই মাঝে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঝড়বৃষ্টি শুরু হবে দুই মেদিনীপুর এবং ২৪ পরগণায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দুই থেকে তিন ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে এই বৃষ্টি ফলে স্বস্তি মিলবে গরমের দাবদাহ থেকে।
এর আগে গত সপ্তাহেও ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছিল। চলতি সপ্তাহেই আবার নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী দুদিন এরকমই গরম থাকবে তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেড়ে হয় ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয় মঙ্গলবার পর্যন্ত এটি বেড়ে ৩৮ ডিগ্রিতেও পৌঁছাতে পারে। অন্যদিকে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। এই পরিস্থিতিতে বৃষ্টি না হওয়া তাপমাত্রা আরও বাড়াবে। সাথে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ।