করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। ১৪ই এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। সেইমতো ১৫ই এপ্রিল থেকে রেল যাত্রার টিকিট বুকিং নেওয়া শুরু করেছিল ভারতীয় রেল। কিন্তু আজ আইআরসিটিসি জানিয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত দেশে আইআরসিটিসির যে তিনটি প্রাইভেট ট্রেন চলে সেগুলোর কোনো বুকিং নেওয়া হবেনা।
এতদিন এই তিনটি বিশেষ ট্রেনের যে বুকিং গুলো নেওয়া হয়েছিল সেগুলোর পুরো টাকাই যাত্রীদের রিফান্ড করা হবে বলে জানানো হয়েছে। এই তিনটি ট্রেন হলো, বারাণসী-ইন্দৌর কাশী মহাকাল এক্সপ্রেস, লখনউ-নয়াদিল্লি তেজস এক্সপ্রেস এবং অহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর আগে আইআরসিটিসি জানিয়েছিল লকডাউন উঠে যাওয়ার পরেই অর্থাৎ ১৫ই এপ্রিল থেকেই এই তিনটি ট্রেন চলবে। সেইমতো বুকিং নেওয়াও শুরু করেছিল তারা। আজ আবার এই ঘোষণা করা হলো। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেইদিকে তাকিয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই তিনটি বিশেষ ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।