আগামী ২৪ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যার মধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে বিকেলের পর ঝড়-বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
রাজ্যে মূলত শীতল পশ্চিমি হাওয়া ও পূবালী গরম হাওয়ার সংঘাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজ রোদের তেজ অতটা প্রখর নয়। আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। আদ্রতার পরিমান ৫১ শতাংশ। গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি।
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি সম্ভাবনা আছে। কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দক্ষিণ ভারত ও উত্তর ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে।