শ্রেয়া চ্যাটার্জি – সাধে কি আর বলে আমাদের দেশ হল বৈচিত্রের মধ্যে ঐক্য। আসমুদ্রহিমাচল নানা ধরনের নানা জাতের, নানা ভাষা, নানা ধর্মের মানুষ বসবাস করেন। তাদের মধ্যে নানা দিক থেকে অমিল। আমাদের মধ্যে মিল একটাই আমরা প্রত্যেকে মানুষ এবং আমরা ভারতবাসী। সাধে কি কবি বলেছিলেন আমরা ভারতবাসীরা হলাম ভাই ভাই।
চারিদিকে লকডাউন তাই যানবাহন নেই। মুসলিম ভাইরা এক হিন্দু নারীর মৃতদেহ কে প্রায় ২.৫ কিলোমিটার হেঁটে নিয়ে গেলেন শ্মশানের উদ্দেশ্যে। পারোলৌকিক ক্রিয়ার জন্য যা যা দরকার তারা সমস্ত ব্যবস্থা করেছিলেন। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে ইন্দোরে। এই মুসলিম ভাইদের মধ্যে একজন বলেছেন, এমন দুর্দিনে তারা যা করেছেন সেটা তাদের কর্তব্য কারণ এই মহিলাকে তারা ছোটবেলা থেকে চেনেন।
সকলের মধ্যেই মানবিকতা আছে। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, কবিতার এই লাইনটা বোধ হয় এখানে প্রযোজ্য। করোনা আমাদের শেখাল অনেক কিছু। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই নেমেছে করোনার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে। এখানে কোন জাত, পাতের বালাই নেই। আমাদের সকলের একটাই উদ্দেশ্য করোনা কে এ বিশ্ব থেকে তাড়াতে হবে। গোটা বিশ্বে শান্তিকে ফিরিয়ে আনা।