কৌশিক পোল্ল্যে: ভয়ংকর করোনা পরিস্থিতিতে সামাল দিতে যথাসাধ্য দান ধ্যান ও উন্নয়নমূলক কাজ করে চলেছেন সিনেজগতসহ ও অন্যান্য ক্ষেত্রের তারকারা। ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রি এবিষয়ে শীর্ষ ভূমিকা পালন করেছে। হিন্দি সিনেমার তিন খান সহ আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন।
কঠিন অবস্থা দ্রুততর স্বাভাবিক হওয়ার আশাকাঙ্খী সমগ্র ভারত তথা বিশ্ববাসী। ভারতের করোনা যুদ্ধে সামিল হয়ে নিজের নামটি যুক্ত করলেন অভিনেতা সোনু সুদ। মুম্বাইয়ে বাড়তে থাকা কোভিড-১৯ করোনা আক্রান্তের কথা মাথায় রেখে বৃহত্তর প্রয়াসের অংশীদার সোনু তার বিলাসবহুল হোটেলটি ছেড়ে দিলেন করোনার কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য।
এবিষয়ে সরকারি প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে নিয়েছেন অভিনেতা।এর আগে একই পথে হেঁটেছেন বাদশা কিং খান ও তার স্ত্রী গৌরী। নিজেদের চারতলাবিশিষ্ট অফিসটি ছেড়ে দিয়েছেন করোনা আক্রান্তদের আশ্রয়স্থল বা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে।
গতকালই নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে সমস্ত ঘটনাটি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সোনু। পোস্টে লিখেছেন, “ এরকম কঠিন সময়ে দেশের জন্য যে প্রকৃত নায়করা কাজ করে চলেছেন সেই সকল স্বাস্থ্যকর্মীদের জন্য কিছু করতে চাই। জুহুতে আমার হোটেলটি তাদের জন্য খুলে দিলাম। আপনারাও এগিয়ে আসুন।” সোনুর এই মহান উদ্যোগে উচ্ছসিত তার অনুরাগীরা। বর্তমানে তার হোটেলটি দেশের কাজে লাগবে এ নিয়ে আশাবাদী অভিনেতা।