করোনার দাপটে থরিহরিকম্প গোটা বিশ্ব। অদৃশ্যে থেকে দাপিয়ে বিরাজ করছে নোভেল করোনা ভাইরাস। এবার এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অসমের এক ব্যক্তির। অসমের শিলচর মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ওই ব্যক্তি, জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত দেশে করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪০০ এবং মৃত্যু হয়েছে ১৯৯ জনের।
যা থেকে স্পষ্ট বোঝা যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াতে পারে যেকোনো সময়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৫০৩ জন করোনার যুদ্ধে জয়ী হয়ে সেরে উঠেছেন। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৩৫ জন। সেখানে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭২। দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক করোনায় আক্রান্তের সংখ্যা।
এদিকে পশ্চিমবঙ্গে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮২ জন এবং মৃত্যু ৫, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ ঘন্টায় নতুন করে বাংলায় আক্রান্ত ১২ জন।