Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে ইনকাম নেই? বাড়তি টাকা ইনকামের সুযোগ দিচ্ছে জিও, জেনে নিন পদ্ধতি

করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে বাড়ি বসেই যাবতীয় কাজ সারছেন সাধারণ মানুষ। কিছু মানুষ কাজ ছাড়াই বাড়িতে আছেন। এছাড়া লকডাউনের মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে,…

Avatar

করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে বাড়ি বসেই যাবতীয় কাজ সারছেন সাধারণ মানুষ। কিছু মানুষ কাজ ছাড়াই বাড়িতে আছেন। এছাড়া লকডাউনের মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে বাড়িতে বসেই কাজের সুযোগ আনলো জিও। কয়েকদিন আগে JioPOS Lite নামে একটি অ্যাপ এনেছে এই সংস্থা। যার মাধ্যমে একজন জিও গ্রাহক অন্য কোনও জিও গ্রাহকের নাম্বার রিচার্জ করে দিতে পারবেন। সাথে মিলবে কমিশনও। এটির জন্যে প্রমাণ হিসাবে তথ্য কিংবা নথি জমা দিতে হবে না। তবে খুব অল্পদিনের জন্যে এই সুবিধা এনেছে জিও কর্তৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জেনে নিন কি সেই রিচার্জ পদ্ধতি –

১. প্রথমেই JioPOS Lite ইন্সটল করে নিজেকে Jio Partner হিসেবে রেজিস্টার করতে হবে।

২. এরপর ওয়ালেটে ৫০০, ১০০০ বা ২০০০ টাকা টপ আপ রিচার্জ করে রাখা যাবে।

৩. তবে MyJio অ্যাপ অথবা Jio ওয়েবসাইট থেকে রিচার্জ করলে কোনো কমিশন পাওয়া যাবে না।

৪. এবার এই ওয়ালেটের টাকা থেকে আপনি যে কোনো জিও নম্বর রিচার্জ করতে পারবেন।

৫. জনপ্রিয় প্রিপেড প্ল্যানগুলি দেখে খুব সহজেই রিচার্জ করা যাবে।

৬. প্রতি ১০০ টাকা রিচার্জে ৪.১৬ শতাংশ কমিশন পাওয়া যাবে। এই টাকা দিয়ে আবার রিচার্জ করা যাবে।

৭. অ্যাপের মধ্যেই একটি পাসবই থাকবে। কবে কোথায় কত টাকা রিচার্জ করা হয়েছে সেই তথ্য এবং কত টাকা আপনি পেয়েছেন সেই তথ্যও থাকবে এখানে।

About Author