করোনায় দেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০০ পার করে গিয়েছে, মৃত্যু হয়েছে ২০০ এরও বেশি। সম্প্রতি হু -এর তরফে জানানো হয়েছে দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তবে কিছু রাজ্যের ভ্রুকুটি চোখে পড়েছে। তার ফলে ওড়িশা ও পরে পঞ্জাব লক ডাউনের সময়সীমা আরও দীর্ঘায়িত করেছে। দুটি রাজ্যই লক ডাউনের মেয়াদ বাড়িয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত।
দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের পরে দেশের মোট করোনা সংক্রমণের ৩০ শতাংশই যোগ পাওয়া গিয়েছে ওই সমাবেশ থেকে। এছাড়া রাম নবমীর অনুষ্ঠান ঘিরে জমায়েতের ফলে চিন্তার ভাজ পড়ে যায় চিকিৎসক মহলে। তাই এবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কোনোরকম ধর্মীয় সমাবেশ সম্পূর্ন নিষিদ্ধ রাখতে হবে।
এখন শুধু লক ডাউনের মেয়াদ বৃদ্ধি কয়েক মূহুর্তের অপেক্ষা মাত্র। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, লক ডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলা প্রশাসনকে কঠোর হতে হবে এবং নজরদারি বাড়াতে হবে। আইন অমান্য করে ধর্মীয় অনুষ্ঠানে সমাবেশ করলে তাঁদের বিরুদ্ধে নিতে হবে কঠোর আইনি ব্যবস্থা। তাই এবার সংক্রমণের হার যাতে হাতের বাইরে না চলে যায় কেন্দ্রের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হল।