ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। ১০ এপ্রিল বিকেল ৫ টা পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬১ জন। এক রাতের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন। ফলে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৪৭। এর পাশে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত এক রাতে মৃত্যু হয়েছে ৩৩ জনের, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৪৩ জন।
ভারতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ১৫৭৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ১১০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮৮ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানেও সংখ্যা বেড়ে হয়েছে ৯১১ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়েছেন ৪৪ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি, সংখ্যা ৯০৩। মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়েছেন ২৫ জন। দিল্লির ঠিক পরেই রয়েছে রাজস্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫৩। সুস্থ হয়েছেন ২১ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। রাজস্থানের পরে তেলেঙ্গানা। সংখ্যাটা ৪৭৩। সুস্থ হয়েছেন ৪৩ ও মৃত্যু হয়েছে ৭ জনের।
এদিকে কেরলে ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৩৬৪ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ১২৩ জন আর মারা গেছেন ২ জন। আর পশ্চিমবঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১১৬ জন, সুস্থ হয়েছেন ১৬ জন ও মরতু হয়েছে ৫ জনের। এখনো পর্যন্ত একমাত্র মেঘালয়ে ১ জন ও করোনাতে আক্রান্ত হননি।