সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতের রাজধানী নতুন দিল্লির করোনা সংক্রমণ। যা আশঙ্কা বাড়াচ্ছে দেশের। শুক্রবার পর্যন্ত আক্রান্তের যে সংখ্যা সামনে এসেছে তাতে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইতিমধ্যে ৯০০ ছাড়িয়েছে রাজধানীর করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের ইতিবাচক লক্ষণ ধরা পড়েছে। যার ফলে বর্তমানে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৩। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের।
ফলে দিল্লির নিরাপত্তা আঁটোসাঁটো করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। রাজধানীর মোট এলাকাকে ৩০ টি চিহ্নিত করে সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫ টি এলাকাকে শুক্রবারই সিল করে দেওয়া হয়েছে। জনপ্রিয় সদর বাজার এলাকাকে সিল করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মনীষ শিসোদিয়া। মোট ২০ টি হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো মার্কাজ মসজিদ, নিজামুদ্দিন বস্তি, পাতপরগঞ্জ , দিলশাদ গার্ডেন, মালব্য নগর, জাকির নগরের গলি নম্বর ১৮ থেকে ২২, আবু বকর মসজিদ সংলগ্ন এলাকা, জিটিবি এলক্লেভ, সীমাপুরি এলাকা, চাঁদনি মহল, সেন্ট্রাল ডিস্ট্রিক্টের নবি করিম, জি-১৭৪, ক্যাপিটাল গ্রিন, মোতিনগরের ডিএলএফ।
অপারেশন শিল্ডের মাধ্যমে এই এলাকাগুলোর নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অপারেশন শিল্ডের মাধ্যমে সিলিং, হোম কোয়ারেনন্টাইন, আইসোলেশন অ্যান্ড ট্রেসিং, এসেনশিয়াল সাপ্লাই, লোকাল সানিটাইজেশন ও ডোর টু ডোর চেক করার ব্যবস্থা করবে দিল্লি প্রশাসন। ২ দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা সংক্রমণ রুখতে অপারেশন শিল্ড ঘোষণা করেছিলেন।