Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মানুষের জীবন ও জীবিকা দুটোই বাঁচাতে হবে’, বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক ছিল। সেখানে যোগ দিয়েছিলেন ১৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই বৈঠকের পরই একপ্রকার ঠিক হয়ে গেলো দেশ জুড়ে লকডাউন বাড়ছে। বৈঠকে…

Avatar

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক ছিল। সেখানে যোগ দিয়েছিলেন ১৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই বৈঠকের পরই একপ্রকার ঠিক হয়ে গেলো দেশ জুড়ে লকডাউন বাড়ছে। বৈঠকে উপস্থিত সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাই লকডাউন বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী সেকথা মেনেও নিয়েছেন। তবে এখনো সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি। আগামীকাল হয়তো সরকারি ভাবে লকডাউন বাড়ানোর ঘোষণা হতে পারে।

মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জীবন ও জীবিকা দুটোই বাঁচাতে হবে।’ প্রধানমন্ত্রী এই বৈঠকে বলেছেন, ‘আমার প্রথম ভাষণে আমি বলেছিলাম জীবন বাঁচিয়ে অর্থনীতির চিন্তা করা যাবে। কিন্তু আজ আমি বলছি জীবন এবং জীবিকা দুটোই একসঙ্গে বাঁচাতে হবে।’ অর্থনীতি বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে কৃষির উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। খাদ্যপণ্য উৎপাদনে জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের ফলে দেশের অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে তা আজকের বৈঠকে প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। কাজ হারিয়ে দলে দলে শ্রমিকরা বাড়ি ফিরে এসেছেন। এই অবস্থায় নির্মাণ কাজে গতি আনতে পদক্ষেপ নেবে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শুরু হলে শ্রমিকদের সমস্যার অনেকটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রসংঘের এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী ৮.৭ শতাংশ বেকারত্ব বেড়েছে। করোনা পরবর্তীতে তা আরও বাড়বে বলেই মত রাষ্ট্রসংঘের।

About Author