দেশে লকডাউন চলছে টানা ২১ দিন ধরে। পূর্বে ঘোষণা হয়েছিল যে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে, তবে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। দেশের বিভিন্ন রাজ্যে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। সম্ভবত দেশেও মেয়াদ বাড়বে। আজ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বর্তমানে ভারতে করোনা আক্রান্তের পরিসংখ্যান বলেছেন।
তিনি বলেছেন যে ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। আর মারা গেছেন ৪০ জন। মোট মৃত্যু হয়েছে ২৪২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬৫৩ জন। এরসাথে এটাও বলেছেন যে লকডাউন করা না হলে ১৫ এপ্রিলের মধ্যে আক্রান্তের সংখ্যা ৮.২ লক্ষ হয়ে যেত।
আর যদি লকডাউন না হয়ে শুধু কড়াকড়ি করা হত তাহলে আক্রান্তের সংখ্যা ১.২ লক্ষ হয়ে যেত। তবে এই পরিসংখ্যান কেন্দ্র সরকারের, এর সাথে আইসিএমআর-র কোনো যোগসূত্র নেই বলে তিনি উল্লেখ করেছেন।