আরও কঠিন হচ্ছে পরিস্থিতি, লকডাউনেও দেশে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়ালো
ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০৯ জন। মারা গেছেন ৩৪ জন, দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৩ জন। আর এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭১৬ জন। লকডাউন থাকা সত্বেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিছুতেই যেন ঘায়েল করা যাচ্ছে না এই ভাইরাসকে। করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউন।
শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬১ জন, মারা গেছেন ১২৭ জন। মহারাষ্ট্রের পরেই ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতে, সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। তামিলনাড়ুতে সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৯ জন, যার মধ্যে মারা গেছেন ১০ জন। রাজস্থানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০০ হয়েছে, আর মারা গেছেন ৩ জন। মধ্যপ্রদেশে আক্রান্ত হয়েছেন ৫৩২ জন, মৃত্যু হয়েছে ৩২ জনের।
এদিকে রাজ্যে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪, মৃত্যু হয়েছে ৫ জনের। পশ্চিমবঙ্গে সংক্রমণ রোধ করার জন্য বেশ কিছু স্পর্শকাতর এলাকাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধু বাংলাতে নয়, দেশের বেশ কিছু এলাকাকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে।