পোস্ট অফিস গ্রাহকদের জন্য সুখবর, ৩০ জুন পর্যন্ত লাগবে না অতিরিক্ত পেনাল্টি
নিজস্ব সংবাদদাতা: লকডাউনের ফলে বিপর্যস্ত দেশের অর্থনীতি। সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে ব্যাংকের বিভিন্ন স্কীমেও। এবার পোস্ট অফিসও তাদের গ্রাহকদের জন্য কিছু ছাড় ঘোষণা করলো। পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে যারা স্মল সেভিংস স্কীমে ২০১৯-২০ আর্থিক বছরের মিনিমাম অ্যামাউন্ট জমা করতে পারেনি তাদের কাছ থেকে কোনো পেনাল্টি নেওয়া হবেনা।
পোস্ট অফিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত রেকারিং ডিপোজিট (RD), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) সহ সমস্ত স্মল সেভিংস স্কীমে পেনাল্টি নেওয়া হবেনা। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতিবছর মিনিমাম ৫০০ টাকা জমা করতে হয়, নতুবা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। নতুন করে সেই অ্যাকাউন্ট চালু করতে গেলে ৫০ টাকা পেনাল্টি দিতে হয়। একইরকম ভাবে পেনাল্টি RD সহ বাকি স্মল সেভিংস স্কীম গুলিতেও। আপাতত সেই পেনাল্টি এখন দিতে হবেনা।
করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। ১৪ই এপ্রিল ওঠার কথা থাকলেও এই লকডাউনের সময়সীমা আরও বাড়বে। ২৪ মার্চ থেকে লকডাউন জারি হওয়ায় অনেকেই পোস্ট অফিসে স্মল সেভিংস স্কীমে মিনিমাম অ্যামাউন্ট জমা করতে পারেননি। কারণ অনেকেই আর্থিক বছরের শেষে পোস্ট অফিসের এই স্কীমে টাকা জমা করেন। তাই তাদের কথা চিন্তা করেই পোস্ট অফিসের এই সিদ্ধান্ত।