আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আজ বিকালের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেভাবে হয়নি। কয়েকটি জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর সেইটুকুতেই সামান্য হলেও স্বস্তি মিলেছে আমজনতার। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, ফলে মানুষের গরমে অস্বস্তি হচ্ছে। কিন্তু তবুও দেখা মিলছে না ঝড়-বৃষ্টির।
গতকাল হাওয়া অফিস উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির বেশি। বাতাসে আদ্রতার পরিমান থাকবে ৪০-৮৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘন্টায় সেভাবে বৃষ্টিপাত হয়নি বলা চলে।
এদিকে সারা সপ্তাহ জুড়েই তাপমাত্রা ক্রমশ বেড়েছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি ছিল। পুরো সপ্তাহজুড়েই কলকাতায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। তবে আজ বিকেলে যদি হাওয়া অফিসের পূর্বাভাস মিলে যায়, তাহলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কলকাতাবাসীর।